তুমি মানুষ হও; মানুষ কাঁদে তুমি মানুষের কান্না থামাও,
এই মানুষ সময়ের সাহসী সন্তান, তবু তোমাকে বলি তুমি মানুষ হও।
ভিটামাটি বিহীন মানুষ কাঁদে কেঁদে উঠে যে শিশু সেও এই মাটি আর মানুষের সন্তান তার কান্না থামাও আর সবার আগে তুমি মানুষ হও।
বিভীষিকাময় রাত সেখানে আলোহীন, অন্ধকার কাটাতে যে আলো সময়কে বদলে দেয় তার জন্যও তুমি মানুষ হও, মানুষ হও মানুষ যে আজ কাঁদে।
লুঠন করে সম্ভ্রম তাকে রুখতে তুমি মানুষ হও, দিনবদলে প্রগতির চাকাকে সচল রাখতে তুমি মানুষ হও, সবার আগে তুমি মানুষ হও, বলাতে দেশ সমাজ পৃথিবী তুমি মানুষ হও।।
__________
লালমনি এক্সপ্রেস
২১.০৮.২০২৪