নীলাঞ্জনা
তুমিতো কবি আমার প্রাণের
উচ্ছাস অনিন্দ্য প্রকাশ তোমার
কবিতার, মনের মাধুরি মিশিয়ে
যে শব্দ উচ্চারিত হয় অবিনাশী
প্রেমে তাকে গ্রহণ করি
ভালোবেসে নিদারুণ সব কষ্ট
ভুলে, তোমার কবিতাকে নিয়ে
গেছি প্রান্তিক জনপদে।
নীলাঞ্জনা
কবি ও কবিতার আলিঙ্গন
উপলব্ধি করতে গিয়ে কত-না
রাতজাগা পাখি হতে চেয়েছি
খুঁজতে গিয়ে কবিতাকে
প্রেমিকের মত আবিস্কার করলাম
যখন প্রথম প্রেমের ইলোরা’র
প্রেম নিজেই ভুল বুঝে পেছনে
ফেলে এসেছি।
________
০৪.১১.২০২৪
কুলাঘাট,
লালমনিরহাট