তুমি ছুঁয়ে দিলে শরীর
রক্তে লাগে আগুন আর আমি ছুঁয়ে দিলেই তুমি হও লজ্জাবতী,
তোমার স্পর্শে পুড়ে যায় মন
আর তুমি তখনও নুয়ে পড়া
লজ্জাবতী,
রক্তে লাগাও আগুন যদি
ছুঁয়ে দাও শরীর যখন তুমি
হও ফাগুন।