মেনে নিয়েছি তুমি যা
চাপিয়ে দিয়েছো এখন আর
আমার বলবার কিছু নেই,
সিদ্ধান্ত তোমার বলতে পার
আমি তা বাস্তবায়ন করছি
এর চেয়ে কিছু নয়।

শ্রদ্ধা করি তোমার সিদ্ধান্তের
তাতে যদি তুমি ভাল থাক
এটা যে খুব জরুরি কারণ
তোমার ভাল থাকাটা
সবসময় চাওয়া ছিল আজো
আছে, যা চেয়েছো তাই
করছো মেনে নিয়েছি তোমার
চাওয়াকে।

তুমি নিশ্চয়ই সব ভেবে
এগুলো করছো? আমি
তোমার সম্মান করেই মেনে
নিয়েছি সব তবে স্বপ্নময়ী
রাত প্রগাঢ় ভালবাসা ছুঁয়ে
চাঁদের আলো সবই মিথ্যে?
প্রশ্ন করে উত্তর চাইনা
আমার চাওয়ার কি তবে দাম
ছিল কখনো।

রাতজাগা কোকিল হতে
চেয়ে শুধু বিরহী বাতাসে
ভাসিয়েছি গা তাতে বুকের
মধ্যে পাষাণ চাপিয়ে আর
যাই হোকনা কেন কষ্ট আরও
চেপে ধরে, সুখ খুঁজি মিছে
আশায় সবার কি সব চাইতে
আছে।