(সালমা নুপুরকে নিবেদিত)

কেউ কথা রাখেনি একথা বিশ্বাস
করে আবার প্রশ্নের জন্ম দেবে
কেন?
যুদ্ধ নামলে জয়ী হয়েই ফিরবে
এটা ভেবে নিও না।

সে যে কোন যুদ্ধ সাম্যের পথ
কিংবা প্রগতি যার পূর্বশর্ত শর্ত
সংগ্রাম, সংগ্রামই চিরনতুন গান
মুক্তির চির আনন্দ।

অবিনাশী প্রেমে জয়ী হতে সংগ্রাম
করে এগিয়ে চল, ঘুরে দাঁড়িয়ে
এগিয়ে এসো মানুষের
মুক্তির সংগ্রামে।

তুমি সংগ্রামী হও যুথবদ্ধ সংগ্রাম
অনিবার্য পরিণতি হবে জয়
মানুষের কল্যাণে- হাজার বছরের
ইতিহাসের অংশ এই বাঙলা এই
বাঙলা নিংড়ানো ইতিহাসে তুমি-ই
যোদ্ধা।।




__________
লালমনিরহাট।
২০.১২.২০২৪