(অনুকাব্য)

বাড়িয়ে হাত
বৃষ্টির দিকে
সিক্ত হতে,
গ্রহণ কর রাত
প্রশান্তির ভালোবাসায়,
তুমি এসো বিপ্লবী
পূর্ণতা এনে,
আসে বিপ্লব
সাম্যের চির আনন্দে।।