(উৎসর্গ: প্রিয় সুষ্মিতা রায়)

তুমি এলে বলেই-
প্রশান্তি খুঁজে পেল একজন
কবি যার কবিতার প্রতিটি
লাইনে জুড়ে তোমারই
জয়গান, তুমি মিশে থাকো
কবিতার অনিন্দ্য উচ্চারণে।

তুমি এলে বলেই-
কবিও প্রেমিক সেজে
অপেক্ষার প্রহর গুনে
তুমি এলে বলেইতো বিরহী
নয় প্রকৃত ভালবাসা খুঁজে
নিল অবিনাশী কবি ও
কবিতা।

তুমি এলে বলেই-
শাশ্বত আহবান জাগালো মন,
প্রেম যে অবিনাশী তার উপলব্ধি
কবি ও কবিতার সম্মিলিত
জাগ্রত বিশ্বাস এনে দিল।