তুমি ছুঁয়ে দিলে মন জ্বলে
আগুন কামনা ভর করে
শরীরে, যদি ছুঁয়ে দাও হৃদয়
লুকায়িত প্রেম জেগে উঠে
তুমিই মরুময় বুকে তৃষ্ণার
জল।

তুমি ছুঁয়ে দিলে শিশির যেমন
ভেজায় ঘাস, মেটায় তৃষ্ণা
প্রেমও তেমনিভাবে মনের
তৃষ্ণা মিটিয়ে জাগিয়ে রাখে
মন অবিনাশী প্রেমে।

তুমি ছুঁয়ে দিলে যেন আলোর
পরশ লাগে শ্রাবণ জলে
অবগাহনে প্রেমিক মন
রূপেই জলপূর্ণ মঙ্গলঘট
প্রতিষ্ঠা করে শুধু তোমাকে
পেতে-
আর তুমি ছুঁয়ে দিলে।