ছুঁয়ে দাও
দাও ছুঁয়ে দাও
কাঁপুক শরীর বেড়ে যাক
রক্তের প্রগাঢ়তা, শিশির
সিক্ত জমিতে লাঙ্গল ফলায়
কামনা মিটিয়ে ঝরুক গা
দিয়ে জল,
তুমি ছুঁয়ে দাও
যদি ছুঁয়ে দাও তুমি।
রক্তে আগুন লাগাও যদি
স্পর্শ কর
যে ঝড় উঠে মনে শরীরে তা
থামবে তোমারই ছোঁয়ায়,
দাও ছুঁয়ে শরীর
নেমে আসুক বৃষ্টি ঝরুক জল
কামনার,
যদি দাও ছুঁয়ে
দাওনা ছুঁয়ে শরীর মন,
দাও ছুঁয়ে
তুমি ছুলেই ভালোবাসা
মেলে।
_________
১৯.০১.২০২৪
বিকেল ৫টা ১৫ মি: