যেন আগুন
এসে পুড়িয়ে
দেয় চারপাশ,
মরুময় বুক
খুঁজে প্রশান্তি,
তুমি বৃষ্টি হও
হও প্রশান্তির জল।

স্পর্শে রক্তে লাগে আগুন,
অনুভূতির আগুনে পুড়িয়ে
তবুও শান্তি খুঁজে মন,
তোমার স্পর্শে
পুড়ে যায় মন
আর তুমি তখন
লজ্জাবতী।

_______
লালমনিরহাট
৩০.০৪.২০২৪