সুতৃষ্ণা
আজ তোমার বিকেলটা
অসাধারণ ছিল, চৈত্রের
তাপে বৃষ্টি ঝরছিল তোমার
আকাশে আর আমার
আকাশ ছিল মেঘলা।

সুতৃষ্ণা
নিদারুণ কষ্ট ভুলে তুমি
উপভোগ করছিলে দারুণ
বৃষ্টি, বিকেলটা আজ সত্যিই
ছিল অসাধারণ।

সুতৃষ্ণা
তুমি যে ভালবাসা অনুভব
করছিলে আর আমি অনুভব
করছিলাম তোমার
ভালবাসা, ভালবাসা যে
অবিনাশী এবং তা উপলব্ধি
করছিলাম।

সুতৃষ্ণা
দূরে থাক তুমি কিন্তু তুমি যে
আমার চারপাশ জুড়ে থাক
সেটাও টের পাচ্ছি, এ যে
তোমার ভালবাসা আমাকে
ছুঁয়ে দিয়েছে আজ
বিকেলের এই মহা আমেজে।

সুতৃষ্ণা
অনন্ত পথ এখানে তুমিই
অবিনাশী আর আজ
বিকেলের বৃষ্টি এনেছে
চিরনতুনে অনিন্দ্য সৃষ্টি,
তোমার শুভময় অনুভূতি
জাগিয়ে দেয় প্রেম আর
আমি যখন তৃষ্ণার্ত প্রেমিক।

__________
লালমনিরহাট
১৯.০৩.২০২৪
সন্ধ্যা: ৭টা ৫০ মিঃ