প্রগাঢ়তা রক্তের প্রতিটি
কণায়, তৃষ্ণা বাড়ে ভালোবাসায়
দিবসে কিংবা গোধুলীর শেষে,
একা নই এই ভেবে ফিরে আসে প্রেম
তোমারিই কণ্ঠ আনন্দ চিত্ত মাঝে,
অবিনাশী গানে- অবিনাশী প্রেম
কখনো বা কাব্যের রাণী
আবার কখনো বা কবি ও কবিতার মহারাণী
রূপে-,
প্রেম নিবেদনে-
জড়িয়ে কুয়াশা আনন্দ চিত্তে
হে দেবী এসো আজ জয় করি
ভালোবেসে কবিতার প্রতিটি শব্দে
যেখানে জয়ী হবে প্রেম আর কবি ও কবিতা।
____________
সম্পাদনা
২৩.০১.২০২৫