নীলাঞ্জনা
ফিরে এসো অবিনাশী গানে সাম্যের চির আনন্দে অনাবিল প্রেমে, জেগে উঠুক মন বিপ্লবী চেতনায়, ফিরে তোমাকে
আসতেই হবে বিপ্লবই সুন্দর বিপ্লবই মুক্তি।

নীলাঞ্জনা
ফিরে এসো দেখ
সোনালি রোদ মেঠোপথ প্রান্তিক মানুষের হাসিমাখা
কৃষাণী কিংবা প্রিয় কৃষক-শ্রমিক-মজুর সবাই তোমারই অপেক্ষায়-
তুমি ফিরে এসো।

নীলাঞ্জনা
সাম্যের গানে
চিরনতুন আনন্দে অভিমান ভুলে ফিরে এসো তোমার প্রাণবন্ত হাসিতে, এখানে সবার মাঝে লুকিয়ে থাকে প্রাণের উচ্ছাস, তুমি ফিরে এসো।





_____
সম্পাদনা
লালমনিরহাট
২৮.১০.২০২৪