নীলাঞ্জনা
আজ যখন ষোল আনা বাঙালি
হয়ে আসবে কেন আগে
বললেনা! নিশ্চয়ই পড়তুম সাদা-
আর নীলে নীলাভ পাঞ্জাবিটা;
রূপসী নারীর খোল চুলে প্রেমিক
বানায় কবিতা চিরন্তনে, সাদা-
লাল রঙের তোমার শাড়ি, হাতে
তোমার প্রিয় ব্যাগটা, অসাধারণ
ছিল এ-মুহুর্ত মুগ্ধ, একা নই মুগ্ধ
চারপাশ, সত্যি বলছি একটুও
বাড়িয়ে নয়।
নীলাঞ্জনা
তোমার প্রাণবন্ত উপস্তিতি বরাবরই করেছে প্রাণবন্ত; মুগ্ধময়
তুমি কবিতার মতো চিরন্তন,
কবিতা ও তোমার সাথে কথা
বলি তুমিই আমার কবিতা
কাব্যের রাণী, খুঁজে ফিরি স্বপ্ন,
কবিতার মতো স্বপ্নবাজ, আজ
যখন রাস্তা ধরে হাটছিলুম দুজন
বরাবরই প্রথম দেখার অনুভূতি
জেগে উঠেছিল মনে, আমাদের
এইতো ভালোবাসা, প্রেমকে ছুঁয়ে
দেখা শঙ্খচিলের ডানা মেলে
আত্মবিশ্বাসী এই আমি আর
আমার সমস্ত কবিতা।
______
১১.১১.২০২৪
বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা।