তোমার ছায়ায় খুঁজে ফিরি
তোমারই শরীর লুকায়িত
কামনা ভর করে মনে শরীরে,
বৃষ্টির জল হয়ে এসো
ভেজাও শরীর সিক্ত কর
প্রশান্তির সব কামনা, পাগল
করা গন্ধে নিজেকে মাতাই,
সেই ঘ্রাণের সৌরভে কখন
যে হয়ে যাই কবি তোমার
প্রিয় কবিতায়।
_________
লালমনিরহাট
৩০.০৫.২০২৪