(প্রিয় শিল্পী সাদী মোহাম্মদকে শ্রদ্ধার্হ)


তোমার গানে প্রাণ খুঁজে
পেয়েছি আনন্দ চিত্তে জয়
করেছি কবিগুরুকে অথচ
আজ আপনিই চলে গেলেন
অনন্তলোকে, তোমার এভাবে
চলে যাওয়া বড়ই
বেদনাদায়ক ভীষণ কষ্টের।


আজ সারাদিন মাথা নত
করে তোমাকেই ভেবেছি হে
প্রিয়তম, রবীন্দ্র প্রেমে তুমিই
যুগিয়েছিলে প্রাণ আমার চির
আশ্রয় স্পন্দনে জাগিয়ে মন
তুমি তা এনে দিয়েছিলে কিন্তু
তুমি আজ নেই চলে গেলে
অনন্তলোকে।


গান আর গানের প্রাণে তুমি
রবে চিরকাল চিরন্তন হয়ে
নয়নের চলে স্মরি তোমায় হে
গুণী হে প্রিয়তম, কি এমন
তাড়াহুড়ো ছিল যার জন্য
এতো তাড়াতাড়ি তুমি
অনন্তলোকে গেলে চলে?
নীল আকাশে কাল মেঘ
আজ সারাদিন ঢেকেছিল
সূর্যটাকে গাছের ফুল
গুলোও মলিন হয়েছিল শুধু
তোমার জন্য।



__________
১৪.০৩.২০২৪
লালমনিরহাট
রাত: ৯টা ৩০ মিঃ