তোমার জন্য এই আনন্দ আয়োজন
সাহসী স্বপ্নের মতো যেখানে অবিরত থাকে
প্রেম এবং বিশ্বাস, যদি জয় করে থাকো
জীবন আর সমস্ত অনুভূতি তবে এসো-
রাতজাগা পাখি হয়ে নয় এসো দিনবদলের
চিরনতুন গানে।

অবিচল বিশ্বাস যেখানে জয় করে প্রেম ছুঁয়ে
দেয় আত্মবিশ্বাস অনিন্দ্যসুন্দরে, আমিতো
কুয়াশা নই যেতে যেতে থেমে যাবো না,
কুয়াশার বৃষ্টিও নই! হবো আমি পুষ্প বৃষ্টি
অবিরাম খুঁজে নেবো তোমাকে আর
তোমার দেয়া স্বপ্নকে।  


______
সম্পাদনা
লালমনিরহাট।
০২.০১.২০২৫