অপরাধ করিনি তবুও শাস্তিটা
আপন করে মেনে নিয়েছি, নিচু-
করে মাথা ফিরেছি নিজের
ঠিকানায় যেখানে ভাঙা ঘরের
চালে রোদ খেলা করে আবার
বৃষ্টিস্নাত জল সমস্ত ঘর ভেজায়
তারই মহিমায়, তুমি মুখ ফিরিয়ে
নিয়েছো তাও মেনে নিয়েছি;
তোমার চাওয়াটাকে প্রাধান্য
দিয়ে।

আসলে কেউ যদি বিনা কারণে-
শাস্তি দিতে চায়? দেখনা কত
শাস্তি সে দিতে পারে! তাহলে কি
কিছু বলবার নেই? না নেই;
তুমিতো চেয়ে দেখলে, সবই-
সেটিও দেখেছি! অপরাধ না
করেও শাস্তি মাথা পেতে-নিয়েছি।

ভুলে যেতে চাই সবকিছু;
মাধবকুণ্ড ঝর্ণার জলে অবিরত
স্নানে তুমি এবং আমি!
সব ভুলে থাকতে চাই! আর
চাইবার কিছু নেই, ফিরেই-
এসেছি- ফেরার জায়গায়,
তুমি চেয়ে দেখলেমা আর এই
দিকে, চেয়ে দেখে আর কি
হবে সবইতো মেনে নিয়েছি।

________
সম্পাদনা
ঢাকা বিমানবন্দর
১০.১১.২০২৪