নীলাঞ্জনা
কতটা পথ হাটলে ক্লান্ত হব!
ক্লান্ত হবে আমার শরীর কিংবা মন?
তুমি জয়ি হলে জয়ি হবে ভালোবাসা,
পুরষ্কার চাইনা
দেবে শুধু ভালোবাসা সীমাহীন।
রাত যতই অন্ধকারময়
সেও দিনের কাছে আলো চায়
তেমনি ভালোবাসা পেতে অবিরাম ছুটে চলে ভালোবাসা।
ছুঁয়ে মন শরীর কামনা যখন চৈতন্যমুখর
ভালোবাসার কাছে পরাজিত হবে সেটাইতো ভালোবাসা।
ছুঁয়ে দাও মন শরীর ঝরুক প্রশান্তি জল, অবিরত তোমাকেই জয় করলে।।
___________
সম্পাদনা
লালমনিরহাট।
১৯.১২.২০২৪