তোকে ভুলে গেছি এই ভেবে
ভাল থাক, তোর জন্য
নিশ্চয়ই ভাল দিন অপেক্ষা
করছে ভাল তোর হবেই
আমি বলছি হ্যাঁ ভাল থাকবি
তুই।

আমাকে চিন্তা করিসনা
আমি নিশ্চয়ই ভালই থাকবো
ভাল থাকাটা যে জরুরী, তুই
ভাল থাকবি এই ভেবে আমিও...
অনন্ত পথ এখানে একাই
থাকতে হয় জানি তুই এই
পথের শেষে অপেক্ষা
করবিনা আমার জন্য।

সবাই সব পেয়ে গেলে
জীবনের স্বাদ তাতে থাকে
কি করে, তুইতো ভাল থাকবি
শুভময় অনুভূতি
অনিন্দ্যসুন্দর সময় সব তোর
জন্য।

অবিনাশী প্রেম কজন ছুঁয়ে
দেখতে পায় কতজন পায়
সুখ ছুঁয়ে সুখী হতে বলতো?
আমি আছি আমার মত করে
তুই নিশ্চয়ই ভাল থাকবি
তোর জন্য সব থাক
শুভাশিস বাতাস জুড়ে থাক
তোর চারপাশ।