ছুটে গিয়ে মন শহর তোমার,
স্বপ্নের শহরে ভালো আছো
ভেবে, প্রান্তিকতা ছুঁয়ে মেঠোপথ
কবি বাড়ি সাথে একজন কবি, দুটো শিশু।
এখনো স্বপ্নে আঁকি সোনালী দিন!
নিমন্ত্রণ সাংস্কৃতিকজন
গুরুদক্ষিণায়।
যে নিঝুম রাতে নিমন্ত্রণ
সেই শহর অতীত হতে দেয়নি
তুমি এবং তোমার শহর
ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল।
__________
লালমনিরহাট
১২.০৭.২০২৪