কত খুঁজেছি কতনা খুঁজে
এই দুটো চোখ হ্যাঁ মানুষ
খুঁজেছিলাম, দায়িত্ব আর
মমতাময় ভালবাসা।
খুঁজেছি কিন্তু ক্লান্ত হইনি,
এইযে জীবন মাঝে তার
জীবনচক্র কতশত স্বপ্ন দেখা
কোনটা রঙিন কোনটা
সাদাকালো, তবুও এই চোখ
খুঁজে তাকেই প্রশান্তির
বাতাসে শান্তি নিশ্চয়ই থাকে।
যাপিত জীবন এখানে সুখ
আর দুঃখ যেন মিলনমেলা,
ক্লান্ত নই তবুও খুঁজে চলে
এই চোখ, স্বপ্নময়ী নারী
স্বপ্নের পথ দেখায় স্বপ্নবান
পুরুষ খুঁজে সৃজন এদের
দুইয়ের মাঝে তাকেই খুঁজি।
তৃষ্ণার্ত খুঁজে জল মরুময়
খুঁজে প্রশান্তির বৃষ্টি, সবাই
সবসময় তা পায়না, কত
খুঁজেছি কতনা খুঁজে এই
দুটো চোখ ক্লান্ত নই নই
পরিশ্রান্ত তবু খুঁজে এই চোখ
যার প্রতিক্ষায় অবিরত থাকে
বিশ্বাস অবিচল।
________
লালমনিরহাট
০৪.০৫.২০২৪