এড়িয়ে যাচ্ছো?
তৈরি করছো দূরত্বের দেয়াল,
একটি একটি করে ইট গেথে
যে দেয়াল উচু হয়ে উঠছে
ঢেকে যায় ভালোবাসা,
ভালোবাসার পরিণতি দূরত্ব?
বুঝতে বাকি নেই বদলে
যাবার ইংগিত।
কতটা দূরে গেলে সুখী হতে
পারো কতটা দুঃখ কষ্ট দিলে
সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখতে
পারো, সময় বদলায় বদলে
যাও তুমিও,
এইযে স্বপ্ন দেখা স্বপ্নময়ী
প্রেমে বেধে এ কোন
দিনবদলের হাওয়ায়
ভাসছো।
অবিনাশী প্রেম ছুঁয়ে দেখা
সুখ সবই অভিনয়ে কি
দারুণ অভিনয়! হ্যাঁ
আনন্দিত করতে চেয়ে তবে
দুঃস্বপ্নে পরাভূত হবেনা এ
কথা নিশ্চয়ই বলতে
চাইছিনা, তুমি ভালো থেকো
শুভময় অনুভূতি ছুঁয়ে যাক
তোমায়, হ্যাঁ সত্যিই তবুও
ভালো থেকো।।
বিক্রমাদিত্য গুপ্ত
________
লালমনিরহাট
১৩.০৫.২০২৪