যদি তুমি সূর্যকে ঢেকে দেবে
ভেবে থাক তবে মূর্খ তুমি!
সূর্যকে আটকিয়ে ফেলা
সেতো সহজ কথা নয়।
অন্ধকারে থেকে আলো চাও
বিপ্লবী হও রোদে পোড়াও
রীর তেজোদীপ্ত হও তবেইনা
আলো আসবে।
একটা হৃদয় চাই
চাই একটা সুন্দর স্বপ্ন
সাথে বিপ্লবী মন
বড়ো বেশি আয়োজন
প্রয়োজন নেই;
সূর্য আলো দেবেই
সে যতই ঢেকে রাখো
অন্ধকারে।
_____________
সম্পাদনা
০৭.০২.২০২৪