স্বপ্ন এবং বিশ্বাস এই দুইয়ে
মিলে একটা স্বপ্ন!
যার স্বপ্ন নেই তার আলোও
নেই,
আলো পথ অতিক্রম করতে
শেখায় আর স্বপ্ন দেখতে
শেখায় শ্বাশত প্রেম, যদি
তুমি প্রেমিক হও তবে তুমি
সমুদ্র আর তুমি যদি প্রেমিকা
হও তবে তুমি নদী।