চলে যাচ্ছো কতদূরে যেতে চাও?
এভাবে চলে গেলে সব পাওয়া
থেকে বঞ্চিত হবে এই জনপথ,
এই প্রান্তর, সামনে অন্ধকার ঘিরে
আছে চারপাশ, চলে যদি যাবে
তবে ফিরে এসেছিলে কেন?
কেনইবা দেখিয়েছিলে আলো?
আর জীবন জয়ের গানে কেন
এনেছিলে প্রাণ।
অন্ধকার পথ অন্ধকার সমাজ
তুমিই দেখিয়েছো পথ যে পথে
শেষপ্রান্তে অপেক্ষায় রয়েছে
আলো, আজকাল প্রকৃত
আলোর অভাব খুব অন্ধকারই
যেন জয়ী হতে চায়! সাম্যের গানে
মানুষকে জাগাতে তোমাকেই
বেশি প্রয়োজন, এভাবেই ফিরে
যেওনা।
সত্যিই চলে যেতে চাও! নাকি
অন্ধকার প্রতিরোধে নতুন কোন
সংগ্রামে নিজেকে রাঙিয়ে
আমাদের রেখে একাই চলে
যাচ্ছো? তোমার গানে সুর
মিলিয়ে প্রকম্পিত করেছিল মাঠ,
সবুজ জমি, প্রান্তিক পথ আর
প্রান্তিক মানুষ।
ফিরে যেতে চাও একটিবার এই
প্রান্ত এই মানুষজন তাদের মুখ
গুলো চেয়ে দেখো বুঝবে নিশ্চয়ই
তোমার অপেক্ষায় ছিল এতদিন,
তুমিইতো দেখিয়েছো স্বপ্ন
দিনবদলের শুভদিনের,
শুভমুহুর্ত উপভোগের, তবে কেন ফিরে যেতে চাও।
__________
লালমনিরহাট
০৫.০৭.২০২৪