(প্রিয় সুষ্মিতা রায়কে নিবেদন)

থেমে গেলে চলবে কি করে
জীবন মানেই সংগ্রাম আর
সংগ্রাম মানেই জীবন,
তাকিয়ে দেখো চারপাশ
সবাইকে জীবন যুদ্ধে সামিল
হতে হয় প্রতিমুহূর্ত, মাথা
তুলে দাঁড়াও এগিয়ে যাও
সামনের দিকে একদিন
দিনবদল হবেই।

এসো বাইরে এসো সূর্যের
আলো লাগাও শরীরে
তেজোদীপ্ত হও তুমিতো
সংগ্রামী তাহলে কেন থেমে
যাবে এগুতেই হবে তোমাকে
তাহলে জয়ী তুমি হবেই
সংগ্রাম যে চির সত্য সংগ্রাম
যে চির সুন্দর, হেরে গেলে
চলবেনা।

জীবন সংগ্রামে লুকিয়ে
থাকে আমাদের অস্তিত্ব আর
অস্তিত্ব বিসর্জন দিলে
পরাজয়ের গ্লানি তোমাকে
খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে
তাইতো তোমাকেই বলি
এসো সংগ্রামে এসো বিপ্লবে
তবেই মিলবে মুক্তি যে মুক্তি
নিয়ে যাবে সোনালী সূর্যের
কাছে।




________________
লালমনিরহাট
০৩.০৪.২০২৪