তৃষ্ণা জাগাও তুমি
জেগে উঠে অনবদ্য তৃষ্ণা
তোমাকে জয় করবার মিটে
পিপাসা, ভালবাসার আসে
স্বপ্ন সুখ ছুঁয়ে দেখার,
ভালবাসা চলমান নদী,
নদীর মতো চলমান জীবনে
কখনো বা অজান্তেই আসে
প্রেম,
জীবনতো নদীর মতো-
আর দুজনেই ছুটে যায়
অবিরাম।