খোলা হাওয়া
লাজুক শরীর
এখানে লজ্জাবতী প্রেম
হাওয়ায় জড়িয়ে আঁচল
শরীরে শরীরে ভালবাসার
গন্ধ, রক্তের প্রগাঢ়তা বুঝে
কেঁপে উঠে দুজন।

শরীরের প্রতিটি ভাজে
বিন্দু বিন্দু ঘামে
শিশিরের কোলাহল
কামুক হাসিতে
সখী ও সখা
খোলা হাওয়া
তৃপ্ত সুখ।

________
২৬.১০.২০২৩