নীলাঞ্জনা
ইচ্ছেরা মরে গেছে কতদিন আগে
তাও মনে করতে পাচ্ছিনা! একান্ত
খাওয়াগুলো নেই; যৌবিকতাও
নেই মনে শরীরে।
অবিনাশী প্রেমে মজেছিল যে
মানুষ জয় করতে জীবন, এখানে
হয়তো নিজেকে নিয়োজিত রাখতে
পারলাম কোথায়।
তোমার প্রাণবন্ত
উপস্তিতির গুরুত্ব এখন আর টানে
কিনা তাও জানা নেই; ইচ্ছেরা মরে
গেলে পুড়ে অঙ্গার হয় মন তোমার
স্পর্শ এখন আর স্বপ্ন দেখায়না।
_________
শিববাটি, বগুড়া
১১.১২.২০২৪