দু'আঙ্গুল ফাঁকে প্রিয়
তামাকের কাঠি মাঝেমাঝে
সুখটান যদিও সুখ বলে কিছু
আছে জানা নেই, সুখ কি
তবে ছুঁয়ে দেখা যায়? হ্যাঁ
প্রিয় তামাকের কাঠি যেন
সুখ ছুঁয়ে দেয়।

তামাকের কাঠির ধোঁয়াটা
সত্যিই জানেনা কোন ছলনা
করতে বড় আপন করে
কাছে জড়িয়ে ধরে আমাকে
কখনো ভালোবাসা দেয়, বড়
প্রিয় আমার তামাকের কাঠি।

যদি বিশ্বাসের বদলে
অবিশ্বাস নিয়ে থাকতে
ভালোলাগে এইযে তামাকের
কাঠি ওকে কিন্তু বিশ্বাস
করেই আপন করে নিয়েছি
দু'আঙ্গুলের মাঝে কাঠিও
ধোঁয়া ছড়িয়ে জয় করেছে
আমাকে।