না
আমার আর কাউকেই
প্রয়োজন নেই
এখানে কাউকে দরকার
হবেনা কোনদিনই-
আলো থেকে সরিয়ে নিয়েছি
নিজেকে
ওরা প্রগতির কথা বলে চুরি
করেছে আমাদের সোনালী
ফসল
রাতে আলোকময় চাঁদ,
যারা অন্ধকারে থেকে মিথ্যা
স্বপ্ন দেখিয়েছিলো
কৃষ্ণপক্ষে তারাই
বেঁচেদিয়েছিল,
অন্ধকারকে করেছিল আপন
আমিতো তাদের কাছে
আলো চাইনি।