সুতৃষ্ণা
তুমিই বলেছিলে বাসায়
ফিরেই ফোন দেবে সকাল
থেকে বিকেল, আবার
বিকেল গড়িয়ে সন্ধ্যা তবু
তোমার ফোন আসছেনা!
চিন্তায় ফেলে দিয়েছো তুমি
ঠিক মত ফিরতে পেড়েছো
তো, কেন যে ফোন
করছোনা।
সুতৃষ্ণা
অপেক্ষা স্বপ্ন দেখায় কিন্তু
তোমার কোন খবর যখন
পাচ্ছিলাম না তখন সেই
অপেক্ষা যে কঠিন থেকে
কঠিকতর হয়ে যায়।
সুতৃষ্ণা
ভুল চিন্তা এসে ভর করে মনে
তুমি ভালো আছোতো সব
ঠিকঠাক হচ্ছেতো? তবুও
অপেক্ষায় থাকি তোমার
সুসময়ের জন্য শুভ
সংবাদের তবে এও বিশ্বাস
করি তুমি ভালো আছো
শুভ মুহূর্ত উপভোগ করছো।
সুতৃষ্ণা
যখন আমিই তোমাকে ফোন
দিয়ে জানতে পারলাম
তুমিভালো আছো তখন
একটা
আনন্দ বাতাস যেন এলো
জুড়িয়ে দিল মন, চিন্তা মুক্ত
হলাম এই ভেবে তুমি ভালো
আছো সুন্দর আছো,
সমস্ত অনুভূতি জাগ্রত হল
তুমি ভালো থেকো এমনি
করে আর শুভ মুহূর্তগুলো
উপভোগ করো।