(অনুকবিতা)

সুষ্মিতা
আমাকে আমাকে নিয়ে
তোমার ভয় আমি জানি;
আমি স্বপ্নবান মানুষ! মানুষ
বলেই স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে
থাকতে পছন্দ করি!
স্বপ্ন আছে বলেই স্বপ্ন দেখি
তাতে যদি মস্ত বড় দোষ করে
থাকি তবে সেই দোষের ভাগ
সানন্দে গ্রহণ করতে চাই।

জীবনকে উপভোগে তুমি
আছো বলেই স্বপ্ন আমাকে
স্বপ্ন দেখায়।





__________
সম্পাদনা
লালমনিরহাট
০১.০৩.২০২৪
সন্ধ্যা ৭টা ১৬ মিঃ