চুপিসারে আসে রাত বিরহী বাতাস
এখানে একা যদিও অন্ধকার ঘর
একটু আগেও আলো হয়তো ছিল কিন্তু
এখন নেই শুধুই অন্ধকার।

লুকায়িত কামনা কেন আসতে চায় বিরহী মনে? মরুময় বুকে বাঁধে স্বপ্ন সে কোন স্বপ্ন নিয়ে যেতে চায় নদীর মোহনায়? অথচ সুনিপুণা নেই তবুও আসে রাত যদিও চুপিসারে।

সবকিছু কি লুকিয়ে রাখা যায় প্রেম এবং বিরহ অবিনাশী প্রেমে কেন পাগল হয় মন; সুনিপুণা বুঝবেনা বোঝার দরকার কী? যদিও অনুভব হবার কথা নয়, লুকিয়ে থাকে সবকিছু কিন্তু তা কি রাখা যায়।

___________
সম্পাদনা
লালমনিরহাট।
২১.১২.২০২৪