এক.
নীলাঞ্জনা
তবুও স্বপ্ন আসে
নিদারুণ ভালোবেসে
স্বপ্ন এবং বাস্তবতা মাঝে, আর তুমিও এসেছিলে বলেছিলে ভালোবাসো।
দুই.
নীলাঞ্জনা
স্বপ্ন আছে বলেই স্বপ্ন দেখে মন,
তুমিও স্বপ্ন দেখিয়েছিলে যদিও সেটা স্বপ্ন ছিল কিনা।
তিন.
নীলাঞ্জনা
স্বপ্ন মাঝে স্বপ্ন থাকে
শুভদিনের শুভময় অনুভূতি
এসো প্রিয়তমা নান্দনিকতা খুঁজে কাব্যরসে।
চার.
নীলাঞ্জনা
সমুদ্রে জোয়ার এলে ভিজে যায় প্রকৃতি
সুখ খুঁজে নেয় তার আপনজন।