পাথর হয়ে গেছি একদম,
বুকে চাপিয়ে পাষাণ , মুখ
বন্ধ নিঃশ্বাস যেন আটকে
আসছে,
এখানে দূরত্ব অনেক তুমিও
অনেক দূরে,
ভালবাসা শুধুই অজানা,
বারবার এসে ফিরে যাও
অবিরাম ঝড় হৃদয়ে
সৃষ্টির আলপনায় তবুও তুমি।

___________
অনুকবিতা
১৮.০১.২০২৪