অনুকবিতা

এসেছি ফিরে
যদি গ্রহণ কর,
জেগে উঠে প্রেম শ্বাশত
শান্তির স্পন্দিত মিছিল
মুক্ত করে মন
এসো এই মিছিলে
মিলিয়ে নিও মুক্তি,
এসেছি ফিরে যদি গ্রহণ কর।