অপেক্ষায় রেখে স্বপ্ন দেখালে
আমি ছুঁয়ে নিয়েছি সমস্ত
অভিমান,কতগুলো অভিমান
বিক্রি করতে চেয়ে
সাজিয়েছি ডালা, তুমি ফিরে
আসবে সেই সন্ধ্যা রাতে চাঁদ
সেজেছে আকাশ জুড়ে
ভালবাসা অনুযোগ মানেনা!
অভিমান বিক্রি করে দেব
যদি কিনে নেয় কেউ।

অপেক্ষারা আর কত স্বপ্ন
দেখাবে কতদিন অপেক্ষায়
রেখে কতগুলো অভিমান
চেপে রেখে ভারি হবে বুক?
অপেক্ষায় রেখে স্বপ্ন দেখালে
যদি ফিরে আসো স্বপ্নরা
দেখাক স্বপ্ন।





___________
লালমনিরহাট
০৪.০৪.২০২৪