নীলাঞ্জনা
স্বপ্ন নয় বাস্তবতা মেনে এগিয়ে যেতে চাইলাম; যদি-ও একা! এখানে কেউ নেই, নেই তুমিও কবির কণ্ঠে উচ্চারিত শব্দে জেগেছিল মন শরীর আর জীবনানন্দ।
কবি ও কবিতা মাঝে কতশত লাইন জুড়ে অবস্থান প্রেম আত্ম উপলব্ধি জয় করতে নারী ও পুরুষ মিলিয়ে সৃজনে মননে জাগানিয়া বিশ্বাস তুমিই কবিতা যার সম্মিলিত উচ্চারিত শব্দে জেগেছে মানবতার নিংড়ে দেয় সান্যের চির আনন্দে।