মানুষ স্বপ্ন দেখে আর
সেই স্বপ্নের হাত ধরে হেঁটে চলে
স্বপ্নের ঠিকানায়,
স্বপ্ন এবং মানুষ দুজনই
সৃজনশীল,
সৃষ্টিতে খোঁজে তারুণ্য-
বাঁধে ভালোলাগার ভালোবাসায়
সেই পথে তোমাকে দেখে
আনন্দিত হয়ে লিখে কবি তাঁর
করিতা,
নতুন কবিতা,
হ্যাঁ তুমি সেই নায়িকা কবির শ্রেষ্ঠ কবিতায় কাজলরেখা।।