ইচ্ছেরা মরে গেলে পুড়ে যাবে
অগ্নিশিখায়, অপমানিত হয়ে মুখ
লুকিয়ে লাভ নেই; প্রতিবাদী হতে
হয় সংগ্রামে- রঙিন স্বপ্নে
বিভোর আর নয়, মুক্তবুদ্ধি বড়
সংশয়ে মানুষ, স্বপ্নগুলো
প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন হয়ে গেলে
তখন কি প্রতিবাদী হবে? আলো
আঁধারে নিঃশব্দে কাঁদছে জননী,
পিতা আর তোমার প্রিয় সন্তান,
এভাবে মেনে নেবে সব? কবে
রুখে দাঁড়াবে হে প্রেমিক পুরুষ?
শেষ রাতের সাহসী স্বপ্ন বিক্রি
হলে পরাজিত হবে; এখনো সময়
ফুরিয়ে যায়নি কিন্তু চিরসবুজ প্রেমিক।
__________
লালমনিরহাট
০৫.১২.২০২৪