নীলাঞ্জনা
অবিনাশী প্রেম লুকায়িত
ভালোবাসা সবই নিজের
করে পেয়ে গেলে সুখী হওয়া
যায়না, লুকিয়ে স্বপ্ন দেখে কি
করে হবে তার বাস্তবায়ন,
প্রেমিকা হতে চাইলে প্রেমকে
আবিষ্কার করো, তবেইনা
মিলবে বাস্তবতা।

নীলাঞ্জনা
স্বপ্ন এবং বাস্তবতা মেনে
নিজেকে খুঁজে দেখো
লুকিয়ে স্বপ্ন দেখে স্বপ্নের
কোন সার্থকতা নেই, নিজের
জন্য শুধুই ভেবে থাকলে
কিন্তু অন্যরা সেটা কি করে
ভাববে।