লুকোচুরির এইযে খেলা
এখানে পরাজিত মানুষ
পরাজিত বিবেক,
ঘরের কোণে টিভিতে
পক্ষ-বিপক্ষ লড়াই, একদল
মানুষের হাতে তালি, আসলে
লুকোচুরি খেলা! মানুষ আর
মানুষে।

মানুষ মেনে নেয় মুখ লুকায়
কালো কাপড়ে, একদল
মানুষ হাসে সমস্বর তবুতো
লুকোচুরি, খেয়ে না খেয়ে
রাস্তায় বিজয় মিছিল, মানুষ
হাসে আবার হাসায়ও মানুষ
এসবই সত্যিই লুকোচুরি।




________
২০.০১.২০২৪