অলস সময় যদিও একা
কেউ নেই এই ঘরে শুধু
আমিই একা! তুমি আসবে
বলেছিলে কিন্তু এলেনা,
অলস সময় খুব খারাপ
কাটতেই চায়না সময় গুলো।
কি ভাবছি সত্যিই আমিতো
একাই তবে কেন মিছে
ভাবছি; আজকাল মিছে
ভাবনা মাথায় এসে ভর করে
কি জানি কেন এমন হয়?
একা থাকা ভালোইতো এই
আমি একা।
যদি তোমায় ডাকি সারা
দাওনা বলতে গেলে এড়িয়ে
যাও, ভালো করছো নিশ্চয়ই
আমার ডাকে সারা না দিয়ে
কেনইবা আসবে, আর
আসবেইবা কেন! আমি একা
ভালো আছি।
অলস সময় কেন যে যেতেই
চায়না! আরে বাবা দ্রুত চলে
গেলেই হয়, কিন্তু ও যে
অলস যাবে কেন তাড়াতাড়ি,
মাঝেমাঝে ভুল ভাবি
আসলেই ভুল আমি তুমিতো
আসলেনা তাই ভুল ভাবি সব
তবে কি সত্যিই ভুল আমি।