নীলাঞ্জনা
যা চেয়েছিলে সবই দিয়েছি; অনিন্দ্য আয়োজন বিরহী বাতাস, অনাধিকার, ছুঁয়ে দেখা সুখ অবিনাশী প্রেম,
এখন আর দেবার কিছু নেই!
নিদারুণ অনুভূতি হীন মানুষ
তার আর দেবার কিছু থাকে
কি? তবে তুমি ভালো আছো এটা ভেবেই ভালোলাগে তুমিতো ভালো আছো।

নীলাঞ্জনা
ভুল থাকি সবকিছু আমি যে
অস্তিত্ব হীন মানুষ তাই ভুলে
থাকতেই হয়, স্মৃতিরা আজও টানে বিরহী কোকিল হয়ে নয়, নয় রাতজাগা পাখি! আছি আগের মতই প্রথম দেখায় যা দেখেছিলে; ভুলে যাওয়া মন
ভুলে যাওয়া মানুষ, যা
চেয়েছো সবই দিয়েছি এখন
দেবার কিছু নেই; সত্যি বলছি দেবার মত নেই অবশিষ্ট।  

_______
সম্পাদনা
লালমনিরহাট
২৫.১০.২০২৪