নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে গেছো তুমি
আজ আর জানতে চাইবোনা
নীলাঞ্জনা,
তুমিতো বদলে গেছো
সময়ের নিয়মে
যা চেয়েছিলে তুমি;
আমি আছি আগের মতো
পরিবর্তনহীন।