(সালমা খান নুপুরকে নিবেদিত)

নীলাঞ্জনা
নদী ও সমুদ্রের মোহনায় মধ্যে
একটা কষ্ট আছে দেখেছো সে
কষ্ট? কিংবা অনুভব করেছো
কখনো; নদীর মতো কষ্ট করে
এগিয়ে যেতে হয়না সমুদ্রকে, নদী
চায় সমুদ্রের কাছে ছুটে যেতে
কিন্তু সমুদ্র স্থির, যদিও অপেক্ষা
করে দিন মাস বছর, কবে
আসবে নদী তার মোহনায়।

নদীর মতো কষ্ট করতে মানুষ
পারে কি নীলাঞ্জনা?
যদি এই ধরো তুমি!
আমাকে শুধুই সমুদ্র সম-
অপেক্ষায় রাখো; কত অপেক্ষা
কত স্বপ্ন দেখা; যদিও অপেক্ষা
স্বপ্ন দেখায় আমিও তোমার দেয়া
স্বপ্নগুলো প্রতিমুহূর্তে রঙিন করে
সাজাই।

______
সম্পাদনা
লালমনিরহাট
০১.১১.২০২৪