নিঃশব্দে কান্না কি শোনা যায়
বোবা অনুভূতি, যে অনুভূতি ছুঁয়ে দেয়নি, কারও হৃদয় তবে কি মৃত্যু
হল অনুভূতির; বেদনাময় দীর্ঘশ্বাস যেন নষ্ট সময় ঘিরে ধরে চারপাশ, আলো আঁধারের খেলায় বন্দি বিবেক।
কে রাখে খোঁজ প্রেম কিংবা
মনের? না কেউ নেই যা ছিল সবই অমানিশা, ভালোবাসা যদি ছুঁয়ে দেয় ভূল কিছু
তবে এসবের কিছু প্রয়োজনে
আসেনা, সত্যি বলে শব্দরা দূরে গিয়েছে; অমাবস্যায় গিলে গেলো আমাদের সমস্ত।
মুক্ত মন অনন্ত বিশ্বাসে খুঁজে
দেখো সময় যে লুকিয়ে
পালায়, শান্তির পায়রারা চলে গিয়েছে কোন সে অজানায়,
নিঃশব্দে কেঁপে উঠে রাত
কখন ভোর অপেক্ষা সেই সময়ের, আলো ফুটলেই নিশ্চয়ই দেখা দেবে একটি নতুন সূর্যের।।
____________
লালমনিরহাট
০৯.০৮.২০২৪