তুমি কেন কষ্ট পাও প্রিয়তমা,
আমিতো ভেবেই পাইনা!
কোন কষ্ট তোমায় দিয়ে দেয়
আমার কবিতা!
সব লেখা তোমার জন্য নয়,
লিখিনিও তোমার জন্য,
অবিনাশী প্রেম লুকায়িত
ভালোবাসা থাকুকনা নিজের
মত করে, না এখন আর স্বপ্ন
দেখিনা! নতুন কোন স্বপ্নে
বাধিনি নিজেকে, যা লিখি
সবই যে তোমাকেই ছুঁয়েছিল
এ কথা বলিনি কখনো।

যখন তোমায় প্রথম
দেখেছিলাম ভালোবাসার
আলিঙ্গনে, যদি কষ্ট এসে
দাঁড়ায় নিজের ঘরে তাকে
বরণ করে নিয়েছি যত্ন করে,
কোন কষ্ট তোমাকেই ছুঁয়ে
দেখুক আমি তা চাইনা,
আমি আছি আগের মত যা
তুমি প্রথম দেখায়
দেখেছিলে; বদলে যেতে চাও
বদলে যাও সময় যে এখন
তোমারিই।

_____________
লালমনিরহাট
১৪.০৫.২০২৪